বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম, হৃদয়:





বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ মে ২০২৪) কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুরাতন হাসপাতাল ভবনে অবস্থিতঅবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার অফিসে ঈদ পুনর্মিলনী এবং সাধারণ মাসিক সভা পক্ষে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম রব্বানী৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জনাব মওলা বক্স৷ বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এবং বিশিষ্ট লেখক কলামিস্ট মোঃ শহিদুল্লাহ৷

অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের এবং সমাজের কল্যাণের জন্য এই সমিতি প্রতিষ্ঠিত৷ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক এই সমিতি তাদের কাজ করে চলেছে৷ এই সমিতির কার্যক্রম বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির অন্যান্য জেলা শাখার কাজ থেকে অনেক ভালো৷ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷ কুষ্টিয়ার এই সমিতির বয়স মাত্র কয়েক মাস, অন্য সমিতি যা করতে পারেনি এই সমিতি তা করেছে যে কারণে এই সমিতির কাজ সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে৷ সমিতির সবাই ভবিষ্যতে আরো ভালো ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার জানিয়ে সভার কাজ শেষ করেন৷

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল জলিল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইয়াদ আলী, মোঃ শাজাহান আলী, মোঃ আবু তৈয়ব, মোঃ জহুরুল ইসলাম, মোঃ শাহাদাত আলী, মোঃ আব্দুল বারী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ খেদমত আলী কুষ্টিয়ার বিশিষ্ট ঠিকাদার মদ মিজানুর রহমান মিন্টু এবং বকুল হোসেনের অনুষ্ঠানে উপস্থিতি অনুষ্ঠানের আঙ্গিককে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷