1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
ইবির হাতিয়ায় সামাজিক দ্বন্দ্বে নিহত-১; আহত-১০ - দৈনিক দিনের সমাচার
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

ইবির হাতিয়ায় সামাজিক দ্বন্দ্বে নিহত-১; আহত-১০





কুষ্টিয়া প্রতিনিধিঃ





কুলখানিতে রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় একজন নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) সন্ধা সাড়র ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র নিয়াজি-৫১ এর বাড়িতে কুলখানির বিষয়ে এক বৈঠক হয়। এক পর্যায় স্বজনেরা তর্ক বিতর্ক ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে দেশিও অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে আফতাব বিশ্বাসের পুত্র বকুল বিশ্বাস (৫৫) কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা হলেন, আমিনুল ইসলামের পুত্র নিয়াজী(৫১), আয়ুব বিশ্বাসের পুত্র আলতাফ (৪০), শাজাহানের পুত্র মানিক (৩৮), তক্কেল এর পুত্র নুর ইসলাম অতিব, আমিনুল ইসলামের স্ত্রী হাওয়া খাতুন (৬৪)।

নিহত বকুল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নিহত বকুল বিশ্বাদের চাচী মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচীর চল্লিশায় অন্যান্য চাচাতো ভাইরা বড় করে কুলখানির আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলে। এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন অপরাগতা প্রকাশ করে। গত শনিবার বকুল বিশ্বাস তাদের সমাজের লোকজন নিয়ে চাচীর কুলখানির কাজ শেষ করে।

হামলায় আহত নিয়াজী জানান, রাতে এশার নামাযের পর তারা স্থানীয় চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাস এর নেতৃত্বে লিটন,রিপন,জনি,পাপুল, শামসুল সহ তার ২০-২৫ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুল সহ প্রায় ১০জন গুরুতর আহত হয়। এ ঘটনায় অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসো দেয়া হয়েছে।

ঘটনার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এস আই মেহেদী হাসান বলেন, দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!