1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় এসএসসি পরিক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক দিনের সমাচার
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

কুষ্টিয়ায় এসএসসি পরিক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা





তিতাস আহম্মেদঃ





জাহিদ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, ধুম কেতু কোচিং সেন্টার,আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ২০২৪ সালের ১২ ই মে প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ মে) বিকেল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া ইবিথানার বিত্তিপাড়া বাজারে এ সংবর্ধনা আয়োজন করা হয় এসময় ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।ইসলামী বিশ্বাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ও আইডিয়াল কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষিকা মোছাঃ শিতি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক (সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাহিদ হাসান চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জাহিদ ফাউন্ডেশন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক দেশের বাণী পত্রিকার স্টাফ রিপোটার আজিজুল ইসলাম,তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় এখন অরাজকতার সৃষ্টি হয়েছে , শিক্ষার্থীরা মাদকের কবলে পড়ে আছে। তাদের মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে হবে।

আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ:আল রোমান তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার তাগিদ দেন।পাশাপাশি বিত্তিপাড়া বাজারে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে টিচার এনে একাদশ শ্রেনিতে বিজ্ঞান বিভাগ চালু করার ঘোষণা দেন।
আইডিয়াল কোচিং সেন্টারের অপর পরিচালক রিফাত হাসান নয়ন তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
ধূমকেতু কোচিং সেন্টারের পরিচালক এইচ এম ইমরান তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার দিক নির্দেশনা দেন ও ভবিষ্যতে আইডিয়াল কোচিং এর থেকে ভালো রেজাল্ট করার চ্যালেঞ্জ দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখনে ধুম কেতু কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইমরান হোসেন তিনি বলেন, আমারা সব সময় ছাত্রছাত্রীদের দায়িত্বশীলভাবে গড়ে তুলতে চাই।এই শিক্ষার্থীরা একদিন দেশের জন্য ভালো কিছু অর্জন করবে।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ইবি,র ১০ টি স্কুলের প্রায় ১২০ জন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাকি শিক্ষার্থীরা অনেকেই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জাহিদ ফাউন্ডেশন অফ বাংলাদেশের, সভাপতি জাহিদুজ্জামান জাহিদ(লন্ডন প্রবাসী)।তিনি অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন,কোন শিক্ষার্থীর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না,আমি সব সময় তাদের পাশে থাকবো।জাহিদ ফাউন্ডেশন সব সময় মানবতার কল্যানে কাজ করবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!