বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পোড়াদহ ইউনিয়নে দোয়াত কলম প্রতীকে অ্যাড. হালিমের পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া মিরপুরে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনব্যাপী পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম।
শুক্রবার (১৭ মে) দুপুর ২টা থেকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু, বিশিষ্ট ব্যবসায়ী আনিচুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সাবেদ সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। হাজরাহাটি বাজারে পথসভায় উপস্থাপন করেন মিরপুর উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা শাহিনুর রহমান।

নির্বাচনী পথসভায় জনতার ঢল নামে। এলাকায় ঘুড়ে দেখা গেছে ব্যাপক সাড়াও মিলছে সব বয়সের ভোটারদের কাছে। আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে অ্যাড. আব্দুল হালিম বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে দোয়াত কলম প্রতীকের বিজয় হলে মিরপুর উপজেলা স্মার্ট আধুনিক উপজেলা। তিনি আরো বলেন, আমাকে ভোট দিলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে ভোট দেওয়া হবে। আমি দোয়াত কলম প্রতীকে নির্বাচন করছি আওয়ামী লীগের সমর্থনে, অন্য জায়গায় ভোট দিলে এলাকার মানুষ উন্নয় বঞ্চিত হবে। এমপি কামারুল আরেফিনকে যে ভাবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। স্মার্ট উপজেলা বিনির্মানে দোয়াত কলম প্রতীকের বিকল্প নেই। দলমত নির্বিশেষে আগামী ২১তারিখ দোয়াত কলম প্রতীকে ভোট দিবেন।

উল্লেখ্য, রাত-দিন উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এসময় ভোটাররা জানান, তার ব্যবহার অনেক ভালো সে কারণে তাকে আমরা এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিবেন বলে আশা ব্যক্ত করেন।