বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চাপড়া ইউনিয়নে মটরসাইকেল প্রতীকের শোডাউন” নন্দলালপুর ও শিলাইদহে পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া কুমারখালীতে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মটরসাইকেল প্রতীকে পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মুর্শেদ পিটারের পক্ষে শনিবার(১৮ মে) বিকেল ৪টার দিকে মটরসাইকেল প্রতীকে উপজেলার চাপড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শোডাউন ও পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। সন্ধায় মটরসাইকেল শোডাউন শেষে কয়া ইউনিয়নের আবাসন পাড়ায় পথসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তাতীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজামুল হক চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এদিকে সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী গোলাম মুর্শেদ পিটারের পথসভায় অংশ গ্রহন করেন। এ পথসভায় প্রধান অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামসুজ্জামান অরুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর হারুন অর রশিদ ও সহ-সভাপতি পৌর কাউন্সিলর এস এম রফিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে উপজেলার বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে মটরসাইকেল প্রতীকের এই প্রার্থীকে। তার নির্বাচনী প্রচারণায় গনজোয়ার ওঠে, ভোটারদের মাঝে ব্যাপক সাড়াও মিলছে। এলাকার মানুষের ধারণা বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য শহিদ গোলাম কিবরিয়ার পৌত্র এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবুল হোসেন তরুন ও সুলতানা তরুনের কনিষ্ঠ পুত্র গোলাম মুর্শেদ পিটার এর জয় সময়ের অপেক্ষা মাত্র। এলাকার উন্নয়ন অগ্রযাত্রার জন্য দলমত নির্বিশেষে আগামী ২১ তারিখ মটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এদিকে শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।