আকতার মিয়া, কক্সবাজার :
পাওনা টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন নামের এক যুবক কে দা দিয়ে কুপিয়ে মারাত্মক
ভাবে জখম করেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে মো:সোহেল।
গত ২০ মে সোমবার দুপুরে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহত জসিম উদ্দিন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবছার মিয়ার ছেলে।
নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, মনোয়ারা কাজলের ছেলে দীর্ঘ দিন যাবত সরকারি কাজে দুর্নীতি করে আসতেছেন। জন্ম নিবন্ধন,পাসপোর্ট সহ সরকারি কাজে বয়স কম বা বেশি করে অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেন মোট অংকের টাকা। তাদের একটি বড় ধরনের চক্র ও আছে বলে অভিযোগ করেন।
জানাগেছে, আহত জসিম উদ্দিন মনোয়ারা কাজলের ছেলে সোহেল কে পাসপোর্ট করানোর
টাকা জমা দেন সে কাজ করে দেয় নাই টাকা ও ফেরত দেয় নাই! গত সোমবার মানুষ জনের সম্মুখে টাকা কখন দিবে জানতে চাইলে উল্টা দা,কিরিচ, লোহার রড দিয়ে জসিমের উপর তার নিজস্ব বাহিনী নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্বার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। তাকে কিছুক্ষণ রাখার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর পাঠানো হয়েছে।
নুরুল ইসলাম নামের একজন পথচারী জানান, মনোয়ারা কাজলের ছেলে মদ পান করে তার সাঙ্গোপাঙ্গ নিয়ে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। তাকে অনেক বার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে তার মায়ের ক্ষমতা ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছে যার কারণে এই ঘটনাটি ঘটেছে।
এবিষয়ে, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী
জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি যদি লিখিত অভিযোগ পাই তা হলে আইনানুগ ব্যবস্তা নেওয়া হবে।