1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
পাওনা টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন কে কুপিয়ে মারাত্মক জখম - দৈনিক দিনের সমাচার
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

পাওনা টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন কে কুপিয়ে মারাত্মক জখম





আকতার মিয়া, কক্সবাজার :





পাওনা টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন নামের এক যুবক কে দা দিয়ে কুপিয়ে মারাত্মক
ভাবে জখম করেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে মো:সোহেল।

গত ২০ মে সোমবার দুপুরে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহত জসিম উদ্দিন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবছার মিয়ার ছেলে।

নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, মনোয়ারা কাজলের ছেলে দীর্ঘ দিন যাবত সরকারি কাজে দুর্নীতি করে আসতেছেন। জন্ম নিবন্ধন,পাসপোর্ট সহ সরকারি কাজে বয়স কম বা বেশি করে অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেন মোট অংকের টাকা। তাদের একটি বড় ধরনের চক্র ও আছে বলে অভিযোগ করেন।

জানাগেছে, আহত জসিম উদ্দিন মনোয়ারা কাজলের ছেলে সোহেল কে পাসপোর্ট করানোর
টাকা জমা দেন সে কাজ করে দেয় নাই টাকা ও ফেরত দেয় নাই! গত সোমবার মানুষ জনের সম্মুখে টাকা কখন দিবে জানতে চাইলে উল্টা দা,কিরিচ, লোহার রড দিয়ে জসিমের উপর তার নিজস্ব বাহিনী নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্বার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। তাকে কিছুক্ষণ রাখার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর পাঠানো হয়েছে।

নুরুল ইসলাম নামের একজন পথচারী জানান, মনোয়ারা কাজলের ছেলে মদ পান করে তার সাঙ্গোপাঙ্গ নিয়ে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। তাকে অনেক বার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে তার মায়ের ক্ষমতা ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছে যার কারণে এই ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী
জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি যদি লিখিত অভিযোগ পাই তা হলে আইনানুগ ব্যবস্তা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!