মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালীতে ভোট গণনার সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় আনারস মার্কা প্রতীকের ৩ জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সোয়া ৪ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এঘটনা ঘটে।
আহতরা হলেন – চাপড়া ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া গ্রাসের মতৃ আকরামের ছেলে মো. রাশেদ (৪৫), নাজিম উদ্দিনের ছেলে নাজিরুল ইসলাম (৪৭) ও মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. টরিক (৪০)। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে আহত রাশেদ, নাজিম ও টরিক জানান, সারাদিন ভোটকেন্দ্রে চরম উত্তেজনা ছিল। সেজন্য ভোট গণনা শুরু হলে তারা বাড়ি ফিরছিলেন। সেসময় কেন্দ্রের সামনে থেকে প্রতিপক্ষের লাল, মধুসহ কয়েকজন তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় আনারস মার্কার ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আনারস ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, যে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০০ টি কেন্দ্রের ৭৫৫ টি বুথে সকাল ৮ টায় শুরু হয় ভোট গ্রহণ। উপজেলায় মোট ভোটার মোট লাখ ৮৬ হাজার ৮২৯ জন। তারমধ্যে নারী ভোটার এক লাখ ৪১ হাজার ৮৩১ জন, পুরুষ এক লাখ ৪৪ হাজার ৯৯৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত ৩ জন। তার বিপরীতে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।