বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া গজনবিপুরে চাওয়া পাওয়া দাবিতে অনুষ্ঠিত হল ওয়ার্ড সভা

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদঃ






ছানোয়ার হোসেন মোল্লা উজানগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যানের প্রধান অতিথি আজ ২১/০৫/২০২৪খ্রীঃ বিকেল ৪ঃ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবিপুরে নবিছদ্দি মন্ডলে বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হল ওয়ার্ড সভা।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত ২ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান মন্ডল, ১ নং ওয়ার্ডের মেম্বার আক্কাস মন্ডল, উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য শারমিন আক্তার ও সাবানা খাতুন সহ ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা জুয়েল সহ গজনবিপুরের গ্রাম প্রধানের প্রতিনিধি ও সাধারণ জনগন।

এ সময় চেয়ারম্যানের নিকট গজনবিপুরের খাল পাড়ের রাস্তা নতুন করে নির্মাণের প্রস্তাব সহ গ্রামের অনেক বিষয় সম্পর্কে অবগত করেন।

উক্ত বিষয় শোনার পর ছানোয়ার হোসেন মোল্লা বলেন আপনাদের রাস্তার কাজ অতিদ্রুত শুরু হবে। শুধু রাস্তা না এলাকার কোন সমস্যা হলে আমাকে জানাবেন। নিজের মধ্যে সামাজিকতার বিরোধ নিয়ে কোলাহল তৈরী করবেন না। এমন কিছু করবেন না যেন এলাকার শান্তি বিনষ্ট না হয়।যে কোন পরিস্থিতিতে আমি চেয়ারম্যান হওয়ার আগেও ছিলাম এখনও আছি আগামীতেও আমি থাকব ইনশাআল্লাহ।