1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
এমপি কামারুলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবাগত চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম - দৈনিক দিনের সমাচার
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

এমপি কামারুলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবাগত চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম





নিজস্ব প্রতিনিধিঃ





আসন্ন ২য় ধাপে উপজেলা নির্বাচনে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম। বেসরকারি ফলাফলে দোয়াত কলম প্রতীকে ৭১ হাজার ৫শত ১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কুষ্টিয়া মিরপুর উপজেলার সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ও পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী হওয়ার সংবাদে উপজেলা পরিষদের নবাগত এই চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। এসময় এমপি কামারুল আরেফিন এর সহধর্মিণী দিশা আরেফিন শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে উপজেলার বিভিন্ন নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২য় ধাপে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বিবি করিমুন্নেছা। এসময় উপজেলার নির্বাচনী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য সূত্রে জানা গেছে, দোয়াত কলম প্রতীকে অ্যাড. আব্দুল হালিম ৭১ হাজার ৫শত ১৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন আনারস প্রতীক নিয়ে ২৫ হাজার ৩শত ৪০টি ভোট পেয়েছেন ও শরিফুল ইসলাম মটরসাইকেল প্রতীকে ২১৭৯ ভোট পেয়েছেন।

বিজয়ী প্রার্থী নিকট প্রতিদ্বন্দ্বীর থেকে ৪৬ হাজার ১শত ৭৮ ভোট বেশি পেয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আবুল কাশেম জোয়ার্দ্দার তালা প্রতীকে ৪৫হাজার ৯শত ১৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুর রহমান টিউবওয়েল প্রতীকে ২৮হাজার ৩শত ২৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন, সোহাগ আহম্মেদ উড়োজাহাজ প্রতীকে ৫হাজর ৩শত ৮১ভোট ও শাকিলুর রহমান টিয়া পাখি প্রতীকে ১৭হাজার ৩শত ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা খাতুন হাস প্রতীকে ৫৪হাজার ৯শত ৪৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাড. মর্জিনা খাতুন কলস প্রতীকে ৪০হাজার ৯শত ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কুষ্টিয়া মিরপুর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ১১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!