বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

তানোরে ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে -




তানোরে ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু

সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে দ্রুতগামী ট্রাক চাপায় ৭বছরের শিশু নিহতের ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার পাঁচন্দর ইউপির চিনাশো মোড়ে। এঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুর নাম মাহফুজ (৭)। সে পাঁচন্দর ইউপির চিনাশো গ্রামের মহাসেন আলীর পুত্র।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশু মাহফুজ সকালে অন্য শিশুদের সাথে মেইন সড়কে তালশাঁস খাওয়ার জন্য যান। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে তানোরের উদ্দেশ্যে মুন্ডুমালা থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, সকাল সকাল একটি ট্রাক শিশু মাহফুজ কে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহফুজ। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।