বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহেশখালীতে মসজিদ কে কেন্দ্র করে সংঘর্ষে আহত -৫ জন

প্রকাশিত হয়েছে -




আকতার মিয়া, কক্সবাজার।।





কক্সবাজারের মহেশখালীতে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলবীকাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলবাদীকাটার মৌলানা আব্দু জলিল মৃত্যুর আগে একটা মসজিদ প্রতিষ্ঠিত করে যান সেখানে ৭ কানি জমি দান করেন সেগুলো মসজিদের নামে – নাম করণ করে দেন কিন্তু কয়েক বছর ধরে মসজিদের হিসাব দেখান নাই বর্তমান কমিটি সেই ইস্যুকে কেন্দ্র করে একটা মসজিদের পাশে আরেক টা মসজিদ করার জন্য খুঁটি দেন ২য় পক্ষ তখনই ১ম পক্ষের সাথে লেগে যায় সংঘর্ষ সেখানে বর্তমান মসজিদের ইমামসহ আহত হয়েছেন কয়েকজন।
আহত হয়েছেন, মোলবীকাটা হয়েছেন , ১/ একেরাম পিতা:আহমুদুল্লাহ ২/মোশাররফ হোসাইন পিতা: মো: হোসাইন ৩/হাফেজ ইলিয়াস পিতা: মোকতার আহমদ ৪/ মোকতার আহমদ পিতা: ছমি উদ্দীন ৫/ শহীদ পিতা: দলিলুর রহমানসহ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দীন আছে।

আহত ইলিয়াস বলেন, তারা মসজিদের পাশে আরেকটা মসজিদ করতে চাইলে যখন আমরা বলি একজনের জায়গায় ২টি মসজিদ করা যাবে না বলে বাঁধা দেয় তখনই মোজার মিয়ার ছেলে আব্দুল খালেক, আব্দুল মালেক,আবু ছালেহসহ আরো কয়েকজন বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে আমাদের উপর হামলা চালায়।

এবিষয়ে, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, এখন পর্যন্ত কোন মসজিদের সংঘর্ষ নিয়ে কেউ অভিযোগ করেনি কেউ যদি অভিযোগ করে তা হল আইনানুগ ব্যবস্তা নেব।