বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে করিমন উল্টে চালক নিহত

প্রকাশিত হয়েছে -




এইচ এম ইমরানঃ





ঝিনাইদহের শৈলকুপায় করিমন উল্টে চালক এনামুল হোসেন (৩৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএলকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মাসুম হোসেন নামের এক যুবক আহত হয়েছে। নিহত এনামুল হোসেন উপজেলার যুগীপাড়া গ্রামের মুকা আলীর ছেলে৷
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কাঠ আনার জন্য করিমন নিয়ে গাড়াগঞ্জ থেকে বিএলকে বাজারে যাওয়ার পথে ওই সড়কের মীর শাহাবুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে করিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক এনামুলের মৃত্যু হয়। আহত হয় করিমনে থাকা যুবক মাসুম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।