গতকাল রবিবার কুষ্টিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আমলাপাড়া শিরিশ চন্দ্র ব্যানার্জি সড়ক, উপেন্দ্রনাথ সড়ক, নৃপেন্দ্রনাথ সড়ক, আব্দুল গফুর সড়ক, সহ আমলা পাড়ার বিভিন্ন রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।কুষ্টিয়া পৌরসভার মেয়র জনাব আনোয়ার আলীর অনুমতিক্রমে উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন। এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আতাউল গণি ওসমান ও এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কানন আহমেদ, কুষ্টিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক ও ঠিকাদার মোহাম্মদ দীপু সহ আরো অনেকে।
৩ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউল গনি ওসমান জানান ২০১৯ সালে কাজটি শুরু হওয়া শর্তেও কাজটি সম্পন্ন না হওয়ায় জনগণের অনেক ভোগান্তি হয়, কুষ্টিয়া পৌরসভার মাননীয় মেয়র আনোয়ার আলীর কাছে বারবার জনগণের স্বার্থে কাজের বিষয়ে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরি,আল্লাহর অশেষ রহমতে আজ মাননীয় মেয়র মহোদয়ের অনুমতি ক্রমে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো। সবাই দোয়া করবেন এই রাস্তার কাজটি সম্পন্নভাবে সমাপ্ত করতে পারি ইনশাআল্লাহ।