নিজস্ব প্রতিবেদক :
পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ে এর পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক কৌশল ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করা হয়েছে।
গত মঙ্গলবার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসেও লিফলেট বিতরন করেন, এছাড়াও বিসিক কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দ বেশ কয়েকটি বাজারে ক্রেতাদের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করে।
আজ বুধবার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও আলাউদ্দিন নগর পশুহাটেও লিফলেট বিতরণ করেন বিসিক কুষ্টিয়া।
বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক জনাব মো: আশানুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা সোহাগ আহমেদ সহ বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রনালয়ের সহায়তায় দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য চামড়া রক্ষণাবেক্ষণে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তারা এতে সহায়তা করেন।
বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক জনাব মো: আশানুজ্জামান জানান- দেশের অন্যতম রপ্তানি পণ্য চামড়া। পবিত্র কোরবানিকে উপলক্ষে স্বল্প সময়ে সবচেয়ে বেশী চামড়া এ সময় সংগ্রহ করা হয়। এসব চামড়া সঠিকভাবে ছাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য ক্রেতা পর্যায়ে সচেতনতা তৈরী করতে, এ প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে শিল্প মন্ত্রনালয় ও বিসিক। তিনি আরো বলেন , যদি কোন এতিম খানা চামড়া সংরক্ষণ করেন তাদের বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। ক্রেতারা সচেতন হলেই মানসম্মত চামড়া আহরণ করা সহজ হবে এবং তা রপ্তানি করে কাংখিত বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব হবে।