মিজানুর রহমান :
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ নিরব নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ ইব্রাহিম,মোশারেফ,রোকেয়া,রহিমা,রাব্বির বিরুদ্ধে।
বোরহানউদ্দিন থানায় আহত নিরবের স্ত্রী মোসাঃ শাহিদা বেগমের অভিযোগ সুত্রে জানা গেছে,আহত মোঃ নিরব এবং অভিযুক্ত ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কৃষি উৎপাদন সংক্রান্ত একটি সমিতি গঠন করে,সমিতি গঠনের কয়েক বছর পর থেকেই নিরব এবং ইব্রাহিমের সাথে টাকা পয়সার বিরোধ দেখা দেয়,নিরব সমিতির টাকা পয়সার হিসাব চাইলে তা দিতে রাজি না হয়ে ইব্রাহিম সহ ৪-৫ জন সোমবার ২৪ জুন সন্ধায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পোল বাজারে নিরবের দোকানে এসে তার ওপর হামলা চালায় এবং নিরব কে এলোপাথারি পিটিয়ে,কিল ঘুষি মেরে এবং লোহার রড দিয়ে চোখের ওপরে এবং বুকে আঘাত করলে নিরব আহত হন।
এসময় দোকানের ক্যাশ বাক্সে থেকে অভিযুক্তরা নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় বলে ও জানা যায় ওই অভিযোগ পত্রে।
পরে স্বজনরা নিরব কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করান,বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় নিরবের স্ত্রী মোসাঃ শাহিদা বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,কৃষি উৎপাদন সংক্রান্ত একটি সমিতির আর্থিক লেনদেন জনিত কারনে মারামারির ঘটনা ঘটেছে,আহত ব্যক্তির স্বজনের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে,তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।