সমাচার ডেস্ক অনলাইন :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গাছিয়া দৌলতপুর গ্রামে” এক বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় ।
মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৮ জুন ২০২৪ খ্রিঃ ১৫৫০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গাছিয়া দৌলতপুর গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ইজিবাইক জব্দ সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ জাব্বার (৪০), পিতা-ইসলাম সরদার, সাং-ভুরকাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।