মোঃ রবিউল ইসলাম হৃদয় :
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় আমদানিকৃত মাদকদ্রব্য ফেন্সিডেল সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার (৩০ জুন) ভোর আনুমানিক ৪ টার সময় মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন বল্লভপুর মোড় এলাকা থেকে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে ডিবি পুলিশ। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সাহেব আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীরা হলেন মেহেরপুর সদর থানাধীন শালিখা জোলপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে সুষম (৩৮), শালিখা বাজারপাড়া এলাকার ওজদুলের ছেলে চাঁদ আলী (৩৭),শালিখা হালসুনাপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও শালিখা জোলপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে
আল-আমীন (৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, মেহেরপুর মুজিবনগর থানা এলাকায় মাইক্রো যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডেল সহ একদল মাদক ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবস্থা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সাহেব আলীর নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম,এএসআই মোঃ ইমরুল হোসেন, এএসআই মোঃ হুমায়ন কবীর,সহ সংগীয় ফোর্স পুলিশী অভিযান পরিচালনাকালে মুজিবনগর থানাধীন বল্লভপুর মোড়ে অবস্থানকালে মাইক্রো গাড়ি থামিয়ে তল্লাশি করে বস্তা ভর্তি ২০০ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডেল সহ গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুজিবনগর থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এসআই সাহেব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০০ বোতল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।