আকতার মিয়া,কক্সবাজার।।
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ঘের দখল, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অন্যতম মূলহোতা বেলাল বাহিনীর প্রধান বেলালসহ ৪ জন অস্ত্রধারীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫
গ্রেফতারকৃতরা হলেন, ১। বেলাল হোসেন (৪৫), পিতা-আকবার আহম্মেদ, কোরালখালী শাহারবিল,চকরিয়া, কক্সবাজার, ২। কামাল আহম্মেদ (৪২), পিতা-আকবর আহম্মেদ,কোরালখালী শাহারবিল, চকরিয়া, কক্সবাজার, ৩। আব্দুল মালেক (৩২), পিতা-আকবর আহম্মেদ, কোরালখালী শাহারবিল,চকরিয়া, কক্সবাজার ও তাদের সহযোগী ৪। নুরুল আমিন (৩৫), পিতা-মৃত জহির আহম্মেদ,কোরালখালী শাহারবিল, চকরিয়া, কক্সবাজার।
উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ১২ বোর ৪০ রাউন্ড, ৭.৬২ মিঃ মিঃ ১০ রাউন্ড এবং ৭.৬৫ মিঃ মিঃ ২ রাউন্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতি, চিংড়ি ঘের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।