বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভালোবেসে ঘর বাঁধতে গিয়ে ঘর বাঁধা আর হলো না স্কুল ছাত্রী চাঁদনীর! 

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর এলাকায় মোছা : চাঁদনী খাতুন  (১৯) নামের এক স্কুলছাত্রীর ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার  সকালে ১১ঘটিকার সময় উপজেলার চাপড়া  ইউনিয়নের উওর মিরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদনী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উওর মিরপুর গ্রামের বাসিন্দা মো: খোকন সর্দারের মেয়ে।

এলাকাবাসী জানায়,একই গ্রামের মোজাম শেখের ছেলে রাহুল (২০) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে আসছিল চাঁদনী।

চাঁদনীর পরিবার রাহুলের পরিবারকে চাঁদনী-রহুলের প্রেমের সম্পর্ক জানিয়ে বিয়ের প্রস্তাব দিলে,রাজি হয়নি প্রেমিক রহুলের পরিবার।

এক পর্যায়ে মোছা:চাঁদনী খাতুনের অন্য আরেকটি ছেলের সাথে বিবাহের সম্বন্ধ হয়। গতকাল মঙ্গলবার ২-৭-২৪ ইং তারিখে বিয়ের দিন খন ঠিক হয়।

চাঁদনীর পরিবার থেকে ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু হয়।কিন্তু প্রেমিক রহুলকে না পাওয়ার আশায় অভিমানী প্রেমিকা চাঁদনী গলায় রশি নিয়ে বেছে নেন আত্মহত্যার পথ।অবশেষে ভালোবেসে ঘর বাঁধতে গিয়ে ঘর বাঁধা আর হলো না স্কুল ছাত্রী চাঁদনীর।