বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মেঘনায় অসহায় ভূমিহীন প্রতিবন্ধী গোপল চন্দ্র দাসের অটোরিকশার ৪ ব্যাটারি চুরি, থানায় অভিযোগ!

প্রকাশিত হয়েছে -




মোঃ নাজিম উদ্দিন নিজাম, কুমিল্লা :






ভিটেমাটিহারা, অসহায়, নিজ গ্রামেই বাড়া বাসায় থাকেন শেষ সম্বল বলতে তার এই একটি অটরিকশা। যেটি চালিয়ে তিনি তার সসংসার চালান। গতকাল মঙ্গলবার সেই অটোরিকশার ৪টি ব্যাটারি চুরি হওয়ায় পথে বসার অবস্থা তার। যার কথা বলছিলাম তিনি হলেন উপজেলার মানিকার ইউনিয়নের মাতাবেরকান্দি গ্রামের অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীব্যক্তি অটোরিকশা চালক গোপল চন্দ্র দাস (৪০), পিতা-সিডু চন্দ্র দাস। অনেক খুঁজাখুজি করেও ব্যাটারি না পেয়ে মেঘনা থানায় তিনি বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রিকশা চালিয়ে গত ০১/০৭/২৪ইং তারিখে (সোমবার) সন্ধায় রিকশা চালানো বন্ধ করে মানিক চন্দ্র দাস এর বাড়ীতে তাহার ভাড়া গ্যারেজে রিকশা রেখে বাড়ি চলে যায়। পরদিন ০২/০৭/২৪ইং তারিখ (মঙ্গলবার) ভোরে গ্যারেজে এসে দেখে রিকশা আছে কিন্তু রিকশার ৪টি ব্যটারি নেই। ভারাক্রান্ত মন নিয়ে সারাদিন খুঁজে না পেয়ে থানায় গিয়ে একটি অভিযোগ করেন গোপল চন্দ্র দাস। এ বিষয়ে জানতে চাইলে গোপল চন্দ্র কান্নাকাটি শুরু করে কিছুই বলতে পারেনি।
তিনি সর্বহারা সর্বশান্ত ব্যাক্তি, তিনি আর কি বা-ই বলবেন?

অভিযোগের বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকটা থানায় এসেছিলেন অভিযোগ করেছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।