বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত হয়েছে -




মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি :





বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে , মোঃ হুসাইন শেখ হোসেন (২৩) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছেন । এ ঘটনায় রামপাল থানা একটি মামলা দায়ের হয়েছে। আসামি, মোঃ হুসাইন শেখ হোসেন কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক কৃত মোঃ হুসাইন শেখ হোসেন রামপাল থানাধীন সিংগড়বুনিয়া, গ্ৰামের মৃত নূর ইসলাম শেখ এর ছেলে, রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়। সোমবার (৮ জুলাই) মাদক , অস্ত্র, জুয়া, বিরোধী অভিযান পরিচালনা কালে , গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্ত্বাবধায়নে এস আই (নিঃ) হুসাইন আহমেদ সংগীয় অফিসার ফোর্স সহ রামপাল থানাধীন শ্রীফলতলা গ্ৰামের পশু হাসপাতাল রোডস্থ ইসলাম ফুড (বেকারী) এর সামনে রাস্তার উপর ১.মোঃ হুসাইন শেখ হোসেন (২৩) পিতা- মৃত নূর ইসলাম শেখ, গ্রাম- সিংগড়বুনিয়া ,থানা- রামপাল, জেলা – বাগেরহাট। ৫০ (পঞ্চাশ )গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে, আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।