মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ০১টি ওয়ান শুটারগান সহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ বিপুল শেখ
২৮) নামের একজন গ্রেফতার হয়েছে।
গত সোমবার (০৮ জুলাই ২০২৪) রাত আনুমাবিক সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভাদালীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বিপুল সেখ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রামের হাবিল শেখের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভাদালীয়া গ্রামে” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১টি ওয়ান শুটারগান, ০১টি মোবাইল এবং ০২টি সিম সহ আসামিকে গ্রেফতার করেন।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিলো।
পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করেছে র্যাব।