বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

উখিয়ায় আরসা সদস্য দুটি রাইফেলসহ গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




মো: সিফাত চৌধুরী, চট্টগ্রামঃ





কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত ১ আরসা সন্ত্রাসীকে জি-৩ সাদৃশ্য ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ জুলাই) রাত ১ টার দিকে ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসী হলেন,১১ নম্বর ক্যাম্পের ১৫/এ -ব্লকের মৃত হাসান আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৬)। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিঃডিআইজি) মোঃ ইকবাল, শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ আরেফিন জুয়েল, সহ অধিনায়ক (পুলিশ সুপার) এর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে সদ্য মিয়ানমারের যুদ্ধ হইতে ফেরত আরসা সন্ত্রাসী রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে তার নিজ হেফাজত থেকে ২টি জি-৩ সাদৃশ্য রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।