বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চট্টগ্রাম বিমানবন্দরে ৪০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে -




মো: সিফাত চৌধুরী, চট্টগ্রামঃ





চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেনসহ স্টিলা সান্তাই (৩০) নামে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাহামার নাগরিক বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভিতর থেকে ৩ কেজি ৯শ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ১৩ জুলাই অত্র বিমানবন্দরে ল্যান্ড করে। তখন থেকেই ওই বাহামার নাগরিক এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো লাগেজ ছিলো না।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, সোমবার ব্যাগেজে কোকেনসহ তাকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্সের সদস্যরা গ্রেপ্তার করেন।