1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
সিটিস্ক্যান সেবা মিলবে চমেক হাসপাতালের জরুরি বিভাগেও পরীক্ষা করা যাবে সকাল ৮টা থেকে রাত ৯টা - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

সিটিস্ক্যান সেবা মিলবে চমেক হাসপাতালের জরুরি বিভাগেও পরীক্ষা করা যাবে সকাল ৮টা থেকে রাত ৯টা





মো: সিফাত চৌধুরী, চট্টগ্রামঃ





একটিমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে এতোদিন কাজ চলছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। মেশিনটি বারবার বিকল হওয়ায় দুর্ভোগে পড়তে হতো রোগীদের। দুর্ভোগ লাঘবে নতুন সিটিস্ক্যান মেশিন পেল চমেক হাসপাতাল। মেশিনটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন মেশিন চালু হলে সেখানেও রোগীদের সেবা বাড়বে।

জানা গেছে, জাপানের সাবেক হিটাচি ব্র্যান্ডের বর্তমানে ফুজি ফিল্মের নতুন মেশিনটি সরবরাহ করে মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে এক প্রতিষ্ঠান। প্রায় আট কোটি টাকা মূল্যের নতুন অত্যাধুনিক মেশিনটি গত শুক্রবার হাসপাতালে আনা হয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে একমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে কাজ চলছিল। কিন্তু মেশিনটি বারবার বিকল হওয়ায় রোগী-চিকিৎসকদের দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি দেয়। সর্বশেষ চট্টগ্রামে সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী নিজেও বিষয়টি জানতে পারেন।

এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন মেশিনটি চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, ‘নতুন সিটিস্ক্যান মেশিন চমেক হাসপাতালে এসেছে। সেটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে রোগীরা সহজেই সেবা পাবেন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত গড়ে ৩০ থেকে ৫০ জনের সিটিস্ক্যান সেবা প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা ভেদে মাত্র ২ থেকে ৪ হাজার টাকায় এ সেবা গ্রহণ করতে পারে রোগীরা। যা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে ৩ থেকে ১০ হাজার টাকা। এতদিন একটি মেশিন বারবার বিকল হওয়ার কারণে বেসরকারি ল্যাবে ছুটতে হতো রোগীদের। এতে অতিরিক্ত অর্থ ব্যয় এবং দুর্ভোগ পোহাতে হতো তাদের। নতুন মেশিনটি চালু হলে রোগীরা সহজেই সেবা পাবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!