1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়া গজনবীপুরের মন্ডল গোষ্ঠীর স্মৃতিচারণে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়া গজনবীপুরের মন্ডল গোষ্ঠীর স্মৃতিচারণে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত





তিতাস আহম্মেদঃ





কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুরের মন্ডল বাড়ি পুরাতন ও গ্রামের প্রভাবশালী গোষ্ঠী। ব্রিটিশ রাজত্বের সময়ে গ্রামটিতে আদশ মন্ডল নামের একজন গজনবীপুরে আসেন তার মাধ্যমে বিস্তার লাভ করে গোষ্ঠীটি। বর্তমানে এই গোষ্ঠীর ব্যাক্তি বর্গরাই এলাকার নেতৃত্ব দিচ্ছেন।

আমরা স্থানীয় সূত্রে জানতে পারি এক সময়ের ফেতনা-ফেসাদ ও মা//রা//মা//রি//র এলাকাটা বর্তমানে ৮-১০ বছর শান্তি বিরাজ করছে।গ্রামটিতে স্বাক্ষরতার হার ৬০% হলেও সুশিক্ষার অভাব প্রকট। পাশ্ববর্তী এলাকা উজানগ্রামে সরকারি ও বেসরকারি প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয় থাকায় গজনবী পুরে গড়ে উঠেনি তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান। তবে বেশ কিছু বছর আগে ব্র্যাকের পঞ্চম শ্রেণী পর্যন্তের একটা বিদ্যালয় ছিলো বলে জানা যায়। এছাড়া আয়েশা আবেদা ফাউন্ডেশন নামের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে ঐ এলাকার, কৃষি ও দুস্থ পরিবারের মেয়ের লেখাপড়ার পাশাপাশি ক্ষুদ্র কুঠির শিল্পের কাজ করে থাকে যাহার মাধ্যমে নিজের লেখা পড়ার খরচ নিজেরাই বহন করে। অপর দিকে গ্রামটিতে মেয়েদের থেকে পুরুষেরা শিক্ষায় আরও পিছিয়ে আছে। গ্রামটিতে কিছু ঘর হিন্দু ছাড়া সকলেই ইসলাম ধর্মালন্বী।

তবে অর্থনীতি/স্বচ্ছলতা ভাবে এগিয়ে গেলেও ইউনিয়নে অন্যান্য এলাকা থেকে শিক্ষার হারে পিছিয়ে আছে গ্রামটি। বর্তমানে গজনবীপুরের মন্ডল গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন মৃ//ত্যু শুকুর মাহামুব মন্ডলের ছেলে হরফ মন্ডল শাহ্।

মন্ডল গোষ্ঠী স্মৃতিচারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মন্ডলের সঞ্চালনায় হরফ মন্ডলের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন মোল্লা (চেয়ারম্যান ১০নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উজানগ্রাম কুষ্টিয়া সদর কুষ্টিয়া) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা মজিদ (সাবেক সংরক্ষিত মহিলা আসনের সদস্য কুষ্টিয়া জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা লীগ কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া) আরও উপস্থিত ছিলেন বজলুর রহমান মন্ডল(সমাজ সেবক), মোঃ এখলাস আলী মন্ডল (১নং সদস্য উজানগ্রাম ইউনিয়ন পরিষদ) শাজাহান মন্ডল (২নং সদস্য উজানগ্রাম ইউনিয়ন পরিষদ) নবিছদ্দী মন্ডল সহ উপস্থিত ছিলেন এলাকার সুধী ও গুনিজনেরা।

উক্ত ফুটবল টুর্নামেন্টে হরফ মন্ডল গোষ্ঠীর বিবাহিত একাদ্বশ ও অবিবাহিত একাদ্বশ। বিবাহিত দলের নেতৃত্ব দেন একতিয়ার মন্ডল ও অবিবাহিত একাদ্বশের নেতৃত্ব দেন আজিজুল ইসলাম। বিবাহিত ও অবিবাহিত ০৩-০১ গোলের ব্যবধানে বিবাহিত একাদ্বশ জয় লাভ করেন।

ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে ছানোয়ার হোসেন মোল্লা বলেন খেলার পুরোটা সময়ই ছিল উত্তেজনাপূর্ণ। আর মাঠভর্তি দর্শক আমাদেরকে ও খেলোয়ারদেরকে আরও উৎসাহিত করেছে। প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করা হলে ভালো হয়।

আরো বলেন যেখানো খেলাধুলা চর্চা থাকে সেখানে মাদকের বিস্তার থাকে না। বর্তমানে মাদকের ভয়াবহ প্রখর রুপে ধারণ করেছে। আমাদের যুব সমাজকে প্রতিনিয়ন খেলা ধুলার মধ্যে থাকতে হবে।উক্ত অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে।পরবর্তীতে খেলার জন্য ফুটবল ক্রিকেট ব্যাট বা বল এর প্রয়োজন হলে আমার কাছে বলবা আমি দিব।এমন ভিন্ন ধর্মী একটা সুন্দর অনুষ্ঠান আয়োজের জন্য আমি আমার উজানগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

রেহেনা মজিদ বলেন হরফ মন্ডল ভাইয়ের সাথে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক,আমরা সামাজিক ও রাজনৈতীক কাজে একই সাথে চলি। আমার দেখা ও এত দিনের জানামতে, তাহার তুলনা হয় না। পরবর্তী দিন গুলো ও যেন আমরা একই সাথে চলতি পারি।আর এমন টুর্নামেন্ট যেন প্রতিবছর আয়োজন করা হয়। আমরা সর্বপরি আছি ও থাকব।

উক্ত ফুটবল টুর্নামেন্ট শেষে বিবাহিত জয়ীদের হাতে ছানোয়ার হোসেন মোল্লা ও রেহানা মজিদ ২ টা জী//ব//ন্ত খাসি ছাগল তুলে দেন।অপরদিকে অবিবাহিতদের শান্তনা মূলক বাণী দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!