নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় দায়িত্বরত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা স্কুলের হলরুমে যশোর ৫৫ আট্রিলারী ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী ও তার অধিনস্ত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামের আমীর অধ্যাপক মওলানা আবুল হাসেম, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় আলোচনা হয় ধর্ম-বর্ন নির্বিশেষে সাধারণ মানুষের জান-মাল হেফাজতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর কেউ যদি এর ব্যাতিক্রম করে তাহলে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করবে।