নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে অনেকে ভর্তি আছেন হাসপাতালে।
বুধবার (০৭ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ছুটে যান ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির রহমান সহ নেতৃবৃন্দ।
এসময় ছাত্র দলের সাবেক নেতা রাশেদ হাসপাতালে দায়িত্বরত ব্যক্তিদের সু- চিকিৎসা দেওয়ার পরামর্শ প্রদান করেন। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আন্দোলনে আহত সকলের সুস্থতা কামনা করেন তিনি। এছাড়া যাদের উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় যাওয়া লাগবে তাদের যোগাযোগ করার কথা জানান তিনি।