নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া মডেল থানা ও শহর পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীরা। রাস্তায় জানযট নিরশনেও কাজ করছে তারা। সৈরাচার শাসন থেকে স্বাধীন বাংলাদেশ গড়তে এক দফা দাবী আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় হয়। এক দফা দাবী আন্দোলনে ছাত্রদের কাছে পরাজয় মেনে নিয়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনার পদত্যাগে সারা দেশের মতো কুষ্টিয়াতেও লাখো জনতা রাস্তায় নেমে উল্লাস করেছে। নতুন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন ছাত্র জনতা। বিজয় ছিনিয়ে আনতে আন্দোলন সংগ্রামে পুলিশের সাথে লড়াই করার সময় কুষ্টিয়া মডেল থানাসহ শহরজুড়ে বিশৃঙ্খলা হলে ময়লা আবর্জনার সৃষ্টি হয়। নতুন করে স্বাধীনতা পেয়ে পরদিন শহরের ময়লা পরিস্কার অভিযানে নামে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগকে সাদুবাদ জানান জনসাধারণ। পুলিশও তাদের ভূল স্বীকার করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়করা থানা পরিস্কার সহ শহর পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার (০৭ আগস্ট) সকাল থেকে হাজারো শিক্ষার্থী ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নামে।
এখানেই তারা থেমে নেই, একই সঙ্গে পুলিশের অনুপস্থিতিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। শহরের প্রতিটি মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করার সময় দেখা গেছে, জরুরি সেবা যানবাহন গুলোকে প্রাধান্য দিচ্ছেন। ছাত্রদের নির্দেশনায় শৃঙ্খলার সাথে চলাচল করছে যানবাহন। এসময় একজন শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান, দুষ্কৃতকারীদের হামলায় ভাঙচুর হওয়া সদর থানাসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ট্র্যাফিক ব্যবস্থারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করার অনুরোধ জানান। শিক্ষার্থী বলেন, আমরা চাই যুবকের হাত দিয়েই সুন্দর ভবিষ্যৎ গড়বে। আমরা দেশের সকল শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে পরিবর্তন করতে পেরেছি, সে ক্ষেত্রে আগামীতে এই স্বাধীন বাংলাদেশ দুর্নীতি মুক্ত, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকলে কাজ করবো।