মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় পুলিশের কর্মকর্তাদের সাথে মডেল থানা পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। পুলিশের পক্ষে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চোধূরী (পিপিএম)। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামের আমীর অধ্যাপক মওলানা আবুল হাসেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক সাজেদুর রহমান বিপুল,আলমাজ হোসেন মামুন, জেলা ছাত্রদলের রাব্বি ও সেচ্ছাসেবক দলের মাসুদ ও রাহুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
থানা পরিদর্শন শেষে বর্তমান দেশের আইনশৃংখলা পরিস্থিতির অস্থিরতা দূর করে স্বাভাবিক আইনশৃংখলা আনতে পুলিশের কর্মকর্তাদের নিকট পুনরায় থানায় দায়িত্ব নিয়ে কার্যক্রম করতে আহবান করেন নেতাকর্মীরা। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনতে থানা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কর্মসূচি নেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয়ক ও শিক্ষার্থীরা।
এসময় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আন্দোলনে অংশ নিয়ে যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করেন। পরিদর্শনকালে তিনি বলেন, হিন্দু-মুসলমান সহ অন্যান্য ধর্মালম্বী সবাই আমাদের ভাই বা সন্তান। তাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের এবং তাদের উপর যারা অত্যাচার করেছে তা খুবই দুঃখজনক। তাদের উপর যাতে কেউ অত্যাচার করতে না পারে, সে বিষয়ে সকলকে সহযোগী করার আহ্বান জানান। দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।