বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





সৈরাচার শাসক শেখ হাসিনার বিচারপতি, মানিনা মানবো না”শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় শিক্ষার্থী-জনতা বিক্ষোভ করেছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী- জনতা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও জনগন মিছিল নিয়ে আদালত ভবনের সামনে উপস্থিত হয়। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
এ সময় তারা ‘এক-দুই-তিন-চার, চীফ জাস্টিসের পদত্যাগ’ স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ খুনি হাসিনার বিচারপতি, মানিনা মানবো না ইত্যাদি স্লোগান দিতে থাকে। দুপুর দুইটার পরে আন্দোলনরত শিক্ষার্থী-জনতা জানতে পারে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে। পরক্ষনে শিক্ষার্থী-জনতা শান্তিপূর্ণভাবে আদালত চত্বর ছাড়তে থাকে। এসময় জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাড. শামীমুল হাসান অপু, জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুল ইসলাম মুনীর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. বুলবুল আহমেদ লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন।