নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তির রাজপথ ইসলামি খেলাফত’ তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ শ্লোগানে’ ছাত্রজনতা, আলেমদের হত্যাকারী সৈরাচারী হাসিনার পতনে কুষ্টিয়া বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া সদর শাখার নেতৃত্বে এ বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বড় বাজার থেকে শুরু হয়ে পাঁচ রাস্তা মোড়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সরাফত হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কুষ্টিয়ায় যুব মজলিসের আরিফুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্পাদক সাদেক আহমেদ সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এ বিজয় আল্লাহর দান। এখন নতুন এবং শান্তির বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে মুক্তি লাভ করেছে। বিগত ১৫ বছরের স্বৈরচারী শাসনের পতন হয়েছে।
এছাড়া অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বৈরাচার এদেশকে যেভাবে রেখে গেছেন, আশা করি এসরকার দেশকে সংস্কার করবে। স্বৈরাচারের আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না। কোনো স্বৈরাচার সরকার টিকতে পারেনা। স্বৈরাচারি সরকার সবকিছু দলীয়করণ করেছে। তারপরও টিকতে পারেনি। তার ছাত্রলীগ, যুবলীগ তাকে বাঁচাতে পারে নাই। এদেশে চিরদিনের জন্য আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরে কুষ্টিয়া পাঁচ রাস্তা মোড়ের নাম শহীদ চত্বর করার দাবি জানান তারা।