বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আমেরিকা প্রবাসী ফাহাদ ফতেহ শিপনের ব্যক্তিগত উদ্যোগে আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





সদ্য সমাপ্ত বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে কুষ্টিয়ায় আহত হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন আমেরিকা প্রবাসী কুষ্টিয়ার সন্তান ফাহাদ ফতেহ শিপন। গতকাল কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে পিপাসু রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হাতে ফাহাদ ফতেহ শিপনের পক্ষে তার বন্ধু আশরাফুজ্জামান হীরা নগদ এক লক্ষ টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রবাসী এই বাংলাদেশিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চলমানের সংকটে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আশরাফুজ্জামান হীরা জানান, আমাদের প্রবাসী বন্ধু

ফাহাদ ফতেহ শিপন বিভিন্ন সময় সংকট, প্রাকৃতিক দুর্যোগসহ, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তার জন্য বরাবরই তার হাত বাড়িয়ে দেন। বন্ধু মহল ও পরিচিতজনদের সবার খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। দেশের চলমান এই সংকটে কঠিনসময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন আমেরিকা প্রবাসী কুষ্টিয়ার। এই কৃতি সন্তান। এ সময় আশরাফুজ্জামান হীরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইমন, নয়ন, মেহেদী সুমন আনাম, ইয়াশ ও রুদ্রসহ পিপাসু রেস্টুরেন্টের মালিক পক্ষের পক্ষ থেকে আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক, দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন।