নিজস্ব প্রতিবেদক :
স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগষ্ট থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় সরকারী প্রতিষ্ঠানে লুটাপাট হওয়া সরকারী মালামাল উদ্ধারে মাঠে নেমেছে যুবদল। প্রতিদিনের ন্যায় গতকালও কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস- চেয়ারম্যান কামাল উদ্দিনের নেতৃত্বে হাটস হরিপুরে যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া সরকারী মালামাল দ্রুত সময়ে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান যুবদলের নেতৃবৃন্দ। এসময় এলাকায় সাধারণ মানুষকে চলমান ভাঙ্গচুর, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান যুবদলের নেতাকর্মীরা। চলমান সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে একটি চিহ্নিত গোষ্ঠী সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টির চেষ্টা করছে বলেও যুবদলের নেতাকর্মীরা দাবি করেন। এসময় যুবদলের নেতাকর্মীরা আরও বলেন, কোন বাড়িঘর,
দোকানপাটে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটলে দ্রুত
সেনাবাহিনীকে জানানোর পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও জনগণের পাশে আছে। যে কোন
আইন বিরোধী কর্মকান্ড রুখতে যুবদলের নেতাকর্মীদের অবগত করার অনুরোধ জানান। যুবদলের নেতাকর্মীরা এসময় লুট হওয়া কিছু সরকারী মালামাল উদ্ধার করে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের উপস্থিতিতে বুঝিয়ে দেন। এসময় জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জাহিদুজ্জামান জাহিদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবর আলী, জেলা যুবদলের ১ নং যুগ্ম-সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, কুষ্টিয়া পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম শিপন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ও ছাত্রদলেরশতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।