বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত নয়টার দিকে কুষ্টিয়া পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলকারীরা প্রধান সড়ক হয়ে শহরের একতারা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন। ছাত্র-জনতা হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও জানান তারা। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অন্তর্বর্তী সরকার) সাবেক ব্রিগেডিয়ার সাখাওয়াতের পদত্যাগ দাবীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।