নিজস্ব প্রতিবেদক :
আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা যুবদলের আয়োজনে দোয়া ও ছিন্নমূল মানুষ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওহিদুল হাসান তারিকের উদ্যোগে এসব খাবার বিতরন করা হয়। জেলা যুবদলের সভাপতি আল
আমিন রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এসময় যুবদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীদের নিয়ে যুবদলের নেতারা সদ্য সমাপ্ত স্বৈরাচারি সরকারের পতনের আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার কথা জানায় জেলা যুবদল।