বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

”সমবেদনা জ্ঞাপন ও বিজয়” রক্ত দিয়ে আমি সেই রক্তের ঋণ শোধ করে যাব….. অনিক

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





গণহত্যাকারী শেখ হাসিনা তার শাসন আমলে সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সর্বশেষ কোটা সংস্কার  আন্দোলন ঘিরে গণহত্যায় আমরা অত্যন্ত মর্মাহত। গত ৫ আগষ্ট ২০২৪ আমার হৃদয়ের জেলা কুষ্টিয়া রক্তাক্ত। বাতাসে এখনও বারুদ এবং টিয়ারশেলের গন্ধ। দশ জন শহীদ হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এবং সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ১২৪ জন।

রক্ত ছাড়া বিপ্লব বা গণঅভ্যুত্থান হইনা তাই বলে আপনাদের, আমাদের সকলের মায়ার বন্ধন ছিন্ন করে আত্মীয়-স্বজন বা পরিবারের জন্য নিজের ইচ্ছা, স্বপ্ন বিসর্জন দিয়ে এই সরকারের রোষানলে জীবন দিলেন অনেকেই।

আমি ৫২ দেখিনি, ৬৬ দেখিনি, ৭১ দেখিনি, ৭৪ দেখিনি, ৯০ দেখেনি তবে পড়েছি ইতিহাস এবং জেনেছি অনেক কিছু। কিন্তু ৫ আগষ্ট ২০২৪ রক্তখেকো হাসিনা সরকার পতনের একদফা আন্দোলন  করতে গিয়ে কিছু অতিউৎসাহী খুনী পুলিশের ছোড়া গুলিতে রক্তাক্ত হয়ে শারীরিক ব্যাপক ক্ষত হয়েছে।

নিরস্ত্র ছাত্রজনতার উপর পৈশাচিক বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়েছেন আমার ভাই কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল ইসলাম রুপল, শহর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহবায়ক শেখ হিল্লোল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রশান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য আলম মন্ডলসহ আরও সহযোদ্ধা অনেকেই। ১৬ বছরে মামলার জালে বিএনপি নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অন্তহীন ভোগান্তি, গ্রেফতার সহস্রাধিক।

তারাও একটি পরিবার, আমাদের ভাই / আমাদের বোন। আমাদের আপনাদের পারিবারিক জীবনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

খুনি হাসিনার শতভাগ অবৈধ সরকারের শুরু থেকে আজ পর্যন্ত সকল বিরোধী প্রোগ্রামে প্রত্যক্ষ ভাবে নেতৃত্বের সাথে সংগ্রাম করে চলেছি, ভেবেছি “রক্ত দিয়ে আমি সেই রক্তের ঋণ শোধ করে যাব”।

এমন নির্মম হত্যার শোকময় মুহূর্তে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং শহীদ সকল ভাই-বোনদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান ফয়সালা করুন ও সকল শহীদ পরিবারকে মৃত্যুশোক কাটিয়ে উঠার তৌফিক দিন।

মহান সৃষ্টিকর্তা আপনাকে ও আপনার পরিবারের সবাইকে সুস্থতাসহ নিরাপদ রাখুন এবং রাজনৈতিক প্রতিহিংসা মূলক সকল মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবি করছি।বাংলাদেশ জিন্দাবাদ