মোঃ রবিউল ইসলাম হৃদয় :
কুষ্টিয়া মডেল থানা ভাংচুর ও অগ্নিকাণ্ডের সময় থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদের মধ্যে দুইটি অগ্নেয় অস্ত্র র্যাবের অভিযানে উদ্ধার হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট ২০২৪) ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাটশ হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করে র্যাব।
গত ০৫ আগষ্ট ২০২৪ ইং তারিখ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল। উক্ত অভিযানে ০১টি শর্টগান ও ০১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।