বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গতকাল কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মুঈদ বাবুল, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান লাকি ও কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার বক্তব্যে বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথে দেশের ছাত্র সমাজ, সচেতন মহল, সুশীল সমাজ থেকে শুরু করে সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল আজকের নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে সাঁজাতে হলে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্বৈরাচারি সরকারের পতন হলেও তাদের দোষররা নানাভাবে গুজব ও মিথ্যা ছড়িয়ে নতুন করে দেশে অরাজকতা তৈরীর চেষ্টা করছে। এই দোষরদের রুখতে হলে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিক সমাজের প্রতি দৃষ্টি আকর্ষন করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কোন সংবাদ প্রকাশের আগে প্রত্যেক সাংবাদিককে দায়িত্বশীল হয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সঠিক সংবাদটি মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ স্বৈরাচারি সরকারের দোষররা উৎ পেতে আছে যে কোন মিথ্যা ইস্যুকে সামনে এনে গুজব সৃষ্টির মাধ্যমে সাধারন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবিষয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও, বিভিন্ন টেলিভিশন, জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকার সম্পাদক ও বিভিন্ন অনলাইন গনমাধ্যম এর শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।