বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের চাকুরি প্রদানের দাবিতে  বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





বৈষম্য বিরোধী আন্দোলন ও গনঅভুত্থানে সারাদেশে নিহত পরিবারের সদস্যদের চাকুরি প্রদান, আহতদের চিকিৎসা এবং আর্থিক সহায়তা প্রদানের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া

জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপুর নেতৃত্বে গতকাল (১৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজার নিকট স্বারকলিপি প্রদান করেন। আবেদনে বলা হয়, সকল শহীদ, পঙ্গু পরিবারের অন্তত একজনকে সরকারি চাকুরী এবং আহতদের সুচিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিতকরনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।