নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এক ঝাঁক তরুন শিক্ষার্থীর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, গাছ লাগান, পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা গাছের চারা রোপন করেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী কুষ্টিয়ায় আইএসও ইন্টেলিজেন্স স্টুডেন্ট অরগানাইজেশান সংগঠনের পক্ষ থেকে শহরের চৌড়হাস, ফুলতলা, সাদ্দাম বাজার, মজমপুর সহ সরকারি কলেজ এলাকায় গাছের চারা রোপন করা হয়।
এসময় উক্ত সংগঠনের আলভি জোয়ার্দার, খন্দকার শাহরিয়ার সাকিব, রাকিবুল ইসলাম রকি, রাকিবুল হাসান অভি, রাকিব, রিপন, রাসেল রানা, সুজন, হামিদুল, চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছে মাহফুজ আলম সচ্ছ, লিমন সহ
অটো চালক মুকুল উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। বিগত সময়ে এই সৈরাচারী সরকার দুর্নীতির পাশাপাশি দেশের গাছ কেটে পরিবেশ নষ্ট করেছে। আমরা গাছ লাগিয়ে দেশের সৌন্দর্য ফিরিয়ে আনতে চাই। শিক্ষার্থীরাই দেশটাকে নতুন করে সাজাবে। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দেশের সকল মানুষকে গাছের চারা রোপনের আহব্বান জানান তারা।