নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জামায়াত ইসলামীর নেতারা। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর কুষ্টিয়া প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা মাজহারুল হক মমিনের সঞ্চালনায়
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর ও সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।
জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সেসময়
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা কষ্ট ও ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, অতীতকে ভুলে গিয়ে জনকল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ইতিবাচক কাজ করতে চায়। বর্তমান প্রেক্ষাপটে আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন-এটাই আশা করি। গঠনমূলক সমালোচনা করবেন। কারো অন্যায় আড়াল করবেন না, আমার যদি কোনো অপরাধ পান, সেটা যদি সঠিক প্রমানিত হয়, সেটও তুলে ধরবেন। আমাদের কথার কারনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তেমনি আপনাদের লেখাতে পক্ষপাতিত্ব থাকলেও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনারা জাতির বিবেক, নতুন ভাবে দেশ গড়তে আপনাদের ভুমিকা সব থেকে বেশি, এখন আপনারা পরাধিন না, তাই আমি বলবো বস্তুনিষ্ঠ সংবাদ নির্ভয়ে তুলে ধরবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, যুগ্ন সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ন সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম, লিটন উজ্জানান, আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান ডাবলু, সমকালের প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান, এটিন বাংলার প্রতিনিধি খ.তুহিন, যমুনা টেলিভিশন এর প্রতিনিধি রুহুল আমিন বাবু, নয়াদিগন্তের প্রতিনিধি নুরুল কাদের, দৈনিক সংগ্রামের খালিদ হাসান সিপাহী ও মাহমুদ শরীফ, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ, দৈনিক শিকলের সম্পাদক মাহাফুজুর রহমান, মানবজমিন এর প্রতিনিধি এ.জে. সুজন, ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত, দৈনিক কৃষিকন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইন, দৈনিক খবরওআলা পত্রিকার বার্তা সম্পাদক আমিন প্রমুখ।