বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে যুবদল নেতা কামালের নেতৃত্বে মাঠে নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া মডেল থানা থেকে খোঁয়া যাওয়া অস্ত্র, গুলি ও গোলাবারুদ সহ আসবাবপত্র উদ্ধারে মাঠে নেমেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। গত ৫আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পড়ে পুলিশবাহিনী। অমানবিক অত্যাচারে পুলিশের উপর ক্ষোভ মেটাতে থানা ভাঙচুর করে দুষ্কৃতকারীরা। সে সময় থানা থেকে খোঁয়া যাওয়া অস্ত্র, গোলাবারুদসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় একটি চক্র। এই ঘটনার দুদিন পরে রাষ্ট্রীয় সম্পদ ফিরে পেতে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনের নেতৃত্বে থানা থেকে খোঁয়া যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও মূল্যবান আসবাবপত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করছে জেলা যুবদলের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে হাটশ হরিপুর ও কুষ্টিয়া শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিংসহ নানামুখী কার্যক্ষম শুরু করে যুবদলের নেতৃবৃন্দ। এর ফলাফলও মিলেছে। ইতিমধ্যে বেশকিছু অস্ত্র, গোলাবারুদ ও থানা থেকে খোঁয়া যাওয়া বিভিন্ন মূল্যবান আসবাবপত্র উদ্ধারপূর্বক জেলা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এই সকল কাজে জেলা যুবদলের সতর্ক বার্তায় সক্রিয় ভূমিকা রাখে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক সহ অনেকে। ওই দিনের ঘটনায় অনেকে রাগে, ক্ষোভে ও একটি শ্রেণী ব্যক্তিগত স্বার্থে বেশকিছু অস্ত্র, গোলাবরুদ ও আসবাবপত্র নিয়ে যায়। জেলা যুবদলের নেতৃবৃন্দের এই ধরনের তথপরতায় এসব কর্মকান্ডের সাথে জড়িতরা ইতিমধ্যে অস্ত্র, গুলি ও গোলাবারুদ সহ আসবাবপত্র ফেরত দিয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র, গোলাবারুদ ও আসবাবপত্র জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকুসহ ব্যবসায়ী খালেকের উদ্যোগে জেলা পুলিশের কাছে জমা দেওয়া হচ্ছে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা পুলিশসহ এলাকার সচেতন মানুষ। এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, থানা থেকে অস্ত্র হারানো এটা ন্যাক্কার জনক ঘটনা। তবে যারা এসব নিয়েছে তারা না বুঝে নিয়েছিলো। আমরা কুষ্টিয়া শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার পাশপাশি যারা এসব কাজের সাথে জড়িত তাদের সুন্দরভাবে বুঝিয়ে খোয়া যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও আসবাবপত্র উদ্ধারের কার্যক্ষম চলমান আছে। এ পর্যন্ত যেখানে তথ্য পেয়েছি সেখান থেকে অস্ত্র উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। কারো কাছে এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ থাকলে নিজ দায়িত্বে জমা দেওয়ার আহবান জানান তিনি।