নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির উদ্যোগে এক শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব, সাবেক এমপি আহসান হাবিব লিংকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক জোয়াদ্দার। এতে প্রধান বক্তা ছিলেন, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়াদ্দার। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়।