বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া বাসটার্মিনাল বাসা-বাড়ি থেকে মটরসাইকেল চুরি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া বাসটার্মিনাল থেকে একটি মটরসাইকেল চুরি হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী রাফাত মাহমুদ। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুপনগর, কুষ্টিয়া বাস টার্মিনাল সংলগ্ন, ওয়ার্ড নং- ৫, থানা ও জেলা- কুষ্টিয়ায় বসবাস করেন। বাসার নিচ থেকে ভুক্তভোগীর মটরসাইকেলটি চুরি হয়। গাড়িটি তার ভাই নিশাত মাহমুদ প্রিন্সের নামে রেজিষ্ট্রিকৃত (যার রেজিষ্ট্রেশন নং- কুষ্টিয়া-ল-১৩-৫৯৪১, চেসিস নং- MD634KE44J2B02606, ইঞ্জিন নং- 0E4BJ2802545, CC-160, কালার- ম্যাট লাল, মডেল- Apache RTR 2V (TVS)। তিনি জানান তালা অবস্থায় রেখে বাসার মধ্যে প্রবেশ করি অতঃপর বাসার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষে দেখতে পাই “কে বা কাহারা” উক্ত মটরসাইকেলটি চুরি করিয়া নিয়ে যায়। তবে বাসার সিসি টিভি ক্যামেরার মাধ্যমে তিনি দেখতে পান তালা ভেঙে মটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। ভুক্তভোগী জানান, এটা আমার চলাচলের একমাত্র অবলম্বন, অনেক কষ্ট করে মটরসাইকেলটি তিনি কিনেছেন। কোন ব্যক্তি গাড়িটির সন্ধান পেলে যোগাযোগ করার আহ্বান (রাফাত মাহমুদ) মোবাইল: ০১৭৯৯-৮০৯৬৯৭ জানান তিনি।