বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে -




বান্দরবান প্রতিনিধি:





বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার ২৮ আগস্ট সকালে সেনা রিজিয়নের সার্বিক দিক নির্দেশনায় ও জোনের তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে ৪৪৮ জন ব্যক্তিকে ২০ কেজি করে প্রায় ৪ লক্ষ টাকার সর্বমোট ০৯ মেট্রিক টন চাউল প্রদান করা হয়।

চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি সহ অত্র রিজিয়ন ও জোন সদরের অফিসার্স বৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, বান্দরবান পৌরসভার প্রতিনিধি, পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, সেনাবাহিনী সর্বদা মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং ভবিষ্যতেও যেকোনো প্রতিকূল পরিবেশেও সেনাবাহিনী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষের পাশে থাকবে।