বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বুকের ভেতর অনেক ঝড় সুমি ইসলাম

প্রকাশিত হয়েছে -




বাহান্নতে কারা যেনো বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলো

কিছুদিন আগেও তাদের নাম গুলো বুকের কোঠরে বিঁধে ছিলো,
তাদের স্মরণ করে এতোগুলা বছর একুশে ফেব্রুয়ারিতে
শহীদ মিনারে ফুল দিয়ে এসেছি আমি , তুমি, তোমরা,
তবে আজ কেনো ইংরেজি বলতে পারিনা বলে ধিক্কার জানাও আমাকে,
কিছু দিন আগে এক জাপানিকে দেখলাম
এই বাংলার বুকে দাঁড়িয়ে অনর্গল তার মাতৃভাষাতে কথা বলে গেলো
এখন আমার কেনো জানি বুকের ভেতর কষ্ট অনুভব হচ্ছে
আহা ইংরেজি বলতে না পারার জন্য ওই মানুষটার মধ্যে কোন লজ্জা দেখতে পাইনি জানো,
বরং সে স্বগৌরবে কথা বলে গেছে,
আজ আমি বাংলাতে কথা বলছি দেখে তোমরা লজ্জা দিচ্ছো, কানাকানি করছো, মুখ টিপে হাসছো
সেই তোমাদের পূর্ব পুরুষরা উর্দু তে কথা বলবে না বলে
বুক পেতে দিয়েছিলো , তাদের তাজা রক্তে পিচঢালা পথটা লাল রঙে রঙ্গিন হয়েছিলো।
এইযে আজ তুমি আমাকে লজ্জা দিচ্ছো , তোমার মনের কথা গুলো বলছো সেগুলো তো বাংলাতেই,
তবে কেনো আমাকে নিয়ে উপহাস করো তোমরা?
আজ মনে হচ্ছে আমার কোন মাতৃভূমি নেই
আমার কোন মাতৃভাষা নেই
আমি কথা বলতে গিয়ে দ্বিধা গ্রস্থ হয়, আমার কণ্ঠ কে যেনো চেপে ধরে,
বাংলা ভাষায় কথা বলাতে যে অহমিকা বোধ করে এসেছি এতোদিন
বাংলা ভাষায় কথা বলাতে আমি আনন্দিত হতাম
সব যেনো কালো ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে মুহূর্তেই উধাও হয়ে গেলো।
আমি ঘুমের মধ্যেও গুমরে উঠি
আমার মনে হচ্ছে আমি শিকড়বিহীন কোন বৃক্ষ
ভেসে চলেছি অথৈই জলে।