সমাচার ডেস্ক অনলাইন :
আগামী ৪ সেপ্টেম্বর বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে।
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুর এ কথা বলেন। এর আগে পুলিশ সদর দপ্তর জানায়, কোনো ব্যক্তির কাছে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য বলা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।