বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পুলিশের অভিযানে কবরবাড়িয়া থেকে রোজ হলিডে পার্কের মালামাল উদ্ধার

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টের খোয়া যাওয়া মালামাল পার্শ্ববর্তী কবরবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১২ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের দিন রাতে দূর্বৃত্তরা হামলা চালায় রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে। এসময় রিসোর্টটি ভাঙচুর, লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এতে তাদের ক্ষতিসাধন হয় কয়েক কোটি টাকার। এঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় মামলাও করেছেন পার্ক মালিক। এরই ধারাবাহিকতায় গত রোববার বাইপাস এলাকাসহ পার্শ্ববর্তী কবরবাড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় কবরবাড়িয়ার রূপশা ব্রীজ এলাকার ওমর আলীর ছেলে রাসেলের বাড়ি থেকে রোজ হলিডে পার্কের খোয়া যাওয়া সিরামিক প্লেট এবং একই এলাকার খড়ু মন্ডলের ছেলে মাহাতাব মাদুর বাড়ি থেকে চেয়ার, ইলেকট্রিক পাইপ, টেবিল ল্যাম্প ও এস এস রেলিং ও মাহাতাব মাদুর ছেলে মো: বাপ্পির ঘর থেকে টিভি ও ক্যাবল আলামত জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টের খোয়া যাওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কবরবাড়িয়া থেকে কিছু মালামাল উদ্ধারও হয়েছে। সম্পূর্ন মালামাল উদ্ধার না হওয়া পরযন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।