বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ






জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির আয়োজনে জেলার ৪৬টি স্কুলের ১০৯ জন স্কলার শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেনপুল (মেধাবী) ও ৬৯ জনসাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের পরিচালক সোহেল রানা, সহ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজরুল ইসলাম, একাডেমিক অধ্যক্ষ দিলরুবা পারভীন ও ভাইচ-প্রিন্সিপাল রেজাউর রহমান খান। অনুষ্ঠান পরিচালনা করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক সোনিয়া কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের মহতি এই উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করে কোমলমতি শিশুদের অত্যধিক জ্ঞানচর্চা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘঠিয়ে দেশ ও জাতি গঠনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে স্কলার হবার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তা না হলে দেশ মেধা শূন্য হয়ে পরবে।

এসময় অনুষ্ঠানে সভাপতি বলেন, এই ফাউন্ডেশন শুধুমাত্র মেধা বৃত্তি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের যে কোন দুযোর্গে আত্ম
মানবতার সেবায় কাজ করে আসছে সংগঠনটি। গত আগস্টে ফেনীসহ ১১টি জেলায় বণ্যা হয়েছে। সে সময় বণ্যা কবলিত এলাকায় জরুরী ঔষুধ ও খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়। তিনি বলেন, দেশে মহামারী করোনার সময়ে এই ফাউন্ডেশনের কর্মীরা জীবনের ঝুকি নিয়ে মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছিল। তিনি আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি নির্ভর ও
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এডুকেয়ার বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে
সক্ষম হয়েছে। এই এডুকেয়ার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় নিয়ে পাঠদান করে আসছে। এডুকেয়ারের শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং করানো প্রয়োজন হয় না বলে জানান তিনি।

এদিকে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সেরা ফলাফল অর্জন করায় যশোর শিক্ষা
বোর্ড কর্তৃক বৃত্তি প্রাপ্ত ৬ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সরকারি বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীরা হলেন, সিনথিয়া ইসলাম-ট্যালেনপুল ও অধরা জামান শাম্মি, নূর ফাইজা ঐশি, আব্দুল আলিফ মতিন, আয়মান তাহিয়ান তাসিন, ফাওজিয়া ফারিহা-সাধারণ গ্রেড।